ঊষ্ণায়ন(global warming) -১ পার্থ মিশ্র

উন্নতি , সভ্যতা , অগ্রগতি  এইশব্দগুলোর আজ খুব বাড় বাড়ন্ত ।

 ভোরের কুয়াশা ফালাফালা করে চিরে ফেলে নতুন সূর্য  সেই সাত সকালেই ,

শত আলোকবষ দূর থেকেও তার  সোজাপথে  আর কোন বাধা রাখেনি ছিন্ন বিচ্ছিন্ন ওযোন স্তর ।

উন্নতির উত্তাপে আজ পৃথিবীর মানুষ সেঁকে নিচ্ছে শরীর দিনভর রাতভর…

শিশির ভেজা ভোর আর বৃষ্টি ভেজা রাত গুলো আর অকারনে কবিকে উত্তক্ত করেনা ,

ফেলে আসা ছায়াপথ , পুরান কথা , লেপ মুড়ি দিয়ে ঠাকুমার গায়ের ওম শুধু স্মৃতি হয়ে  বেঁচে থাক অতীতের কথা কাহিনীতে।

ধরাশায়ী মহীরূহগুলো তার শেষ গল্প টুকু নিয়ে ট্রাকবাহী হয়ে চলেছে কাঠকলে  ।

সামনে শুধুই মসৃ্ন পথ,প্রশস্ত , নাব্য আর প্রখর অগ্রগতি সটান ………।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *