বাবুদের মাস মাইনে – পার্থ মিশ্র

জীর্ণ শরীরে মোড়কের পর মোড়ক,
নিত্য নতূন এক প্রস্ত পোষাকে ভারী হতে থাকে তার আপাত পিঙ্গল তনু ,
সহস্র জ্ঞানের উন্মেষ নাকি মুক্তির চাপে তার প্রান আজ কেবলই ওষ্ঠাগত।
ক্রমাগত টানাপোড়েন , হয়তো বা বিপরীত দুই মেরূর বলবান তার্কিকের
মাঝে সে এক শীর্ণকায় অভিরূপ।
এক জীবন্মৃত কায়া, আতীত আর বর্তমানের মাঝখানে আটকে পড়া নাকি এক হারিয়ে যাওয়া ভবিষ্যৎ ?
যে আঁতুড় ঘরে তার জন্ম হয়েছিলো কোন এক বিস্মৃত দিনাঙ্কে,
কোন এক নোতুন ভাবনার আভাষে,
আজ তার আর কেউ খোঁজ রাখে না।
সেখানে এখন ক্ষমতা আর দম্ভের আলিন্দে ঘোরাফেরা করা ঊ তনের শব্দ এবং ব্যখ্যার সুউচ্চ ইমারত।
অকারন বাক্য বিন্যাস আর প্রশ্নোত্তরের ক্রমাগত পাশা খেলা , বন্ধক রেখে সময়কে , সিদ্ধান্তকে।
গন্তব্যটা হারিয়ে গেছে বহুকাল , এখন সেখানে শুধুই ঘূর্ণাবর্ত জটিল আর ফেনিল বহু চর্চিত জ্ঞান রাশিতে।
চক্রাকারে ঘুরতে থাকা কতগুলো নিয়ম নিগড় বাঁচিয়ে রাখে এক পথচলা , ক্লান্তিহীন , ক্লেশহীন আর দিশাহীন।
আর তার সাথে বাঁচিয়ে রাখে বাবুদের মাস মাইনের জীবিকাগুলো।
বেঁচে থাকো হে অফিশ ফাইল আর বাঁচিয়ে রাখ আমাদের।
আমরা তোমার শতায়ু কামনা করি।

পার্থ মিশ্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *