“Alchemy of Sorrow” by Charles Baudelaire “এক অন্য পরশ পাথর”

একজন এসেছিল তীব্র ভালবাসা নিয়ে , আরেকজন শুনিয়েছিল তার বিষাদ গাথা ,

একজন বলেছিল সবকিছু শেষ হবে কবরে , আরেকজন শুধু জীবন আর যৌবনের গান গাইছিল

ভয় আর ভালবাসার মাঝখানে তুমি আমাকে এক পরশপাথর ভেবেছিলে , এক অন্য পরশ পাথর ।

কারন আমি সোনাকে করেছিলাম লোহা আর স্বর্গ কে নরক , আর সেই দুর্দান্ত নরকে আমি খুঁজে পেয়েছিলাম আমার পরম দয়িতের মৃতদেহ।

আমি সেখানে বানিয়েছিলাম আমার  প্রেমের সমাধি স্তম্ভ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *