কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে – পার্থ মিশ্র

‘উবের’ ‘ওলা’ রা ধীরে ধীরে গিলে ফেলছে কলকাতার গল্প গুলো,

কলকাতার কথক ঠাকুর  সাদা কালো ট্যাক্সি গুলো এখন আর ইতিহাস বয়ে বেড়ায় না।

আভিমানী হয়ে ঘুরে বেড়ায় যাত্রী ছাড়াই ।

প্রশস্ত রাজপথে তাল মেলাতে পারেনা নতুন প্রযুক্তি আর বিলাসী  চলমান জীবনে ।

নিজেদের শহরে নিজেরাই ব্রাত্য , অপাঙতেয়

শীতাতপ সুদর্শন  গাড়ি গুলো কোন এক অদৃশ্য অন্তরজালে নিজেকে  জড়িয়ে অক্লান্ত সেবাতে প্রলুব্ধ করেছে এই প্রজন্মকে ।

নবীন যাত্রী গম্ভীর , গল্পহীন ।

আর কোন এক অদৃশ্য বিপণি শক্তিতে আজকের যাত্রা  , যান  আর  যাত্রি সবই সুনিয়ন্ত্রিত , যেখানে পুরনো ,ঢাউসগাড়িগুলো একবারেই অবাঞ্ছিত।

অথচ……

কত না কাহিনী সে বয়ে বেডিয়েছে সারা জীবন ।

নতুন প্রেম , প্রথম বহাল  নাকি  শেষ যাত্রা সবেতেই  তো সে ছিল কলকাতার সাথে ।

এই শহরের সাথে তার বড় হওয়া পিঠোপিঠি।

রেড রোডের গাচের ছায়ায় একটু জিরিয়ে নেওয়া  ,ধর্মতলার মালসা ভরা ঘন দুধের চা । ভোরের কুমোরটুলিতে  কচুরি জিলিপি।

সে এই শহরকে গড়তে দেখেছে  , ভাঙতে দেখেছে ।

অশান্ত এই শহর , উত্তাল এই শহর , মিছিলে হাঁটা এই শহর , আলসেমিতে ভোগা এই শহর,

সুখ অসুখ  এই শহরের সবই এত কাল বয়ে বেড়িয়েছে  সে এতদিন ।

আজ তাই সে বিলাসী সুখী গাড়িগুলোকে দ্রুত গতিতে পেরিয়ে যেতে দেখে  অকারণ অভিমানী ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *