The Great Enigma by Tomas Transtromer(অনুবাদ পার্থ মিশ্র)

১)   কাঁচের  বয়ামে সরীসৃপেরা শান্ত , গতিহীন।

কোন এক এলোকেশী তার বারান্দায় নৈশব্দ কে মিলে রেখেছে একান্তে

মৃত্যুও এখানে শৃঙ্খলা বদ্ধ , নিয়মানুগ।

আর নীচে মাটির গভীরে আমার আন্তরাত্মা  যেন এক ধূমকেতু, আমি টেরপাচ্ছি তার দুর্বার আর দুর্বিনীত বায়বীয়  এক শব্দহীন নিঃসরণের ।

 

 

২)    পথের শেষে এ এক নতুন পরাক্রম

অনেকটা পেয়াজের খোসার মত , একটার  পর একটা মুখোশ , শিথিল, কিন্তু আবিরাম তার প্রকাশ।

 

 

৩)   রঙ্গমঞ্চ গুলো  ছেড়ে চলে গেছে সবাই , এখন রাত গভীর

কিছু শব্দতে কেউ আগুণ ধরিয়েছে সামনের দালানে ,

আর তার নরম আগুনে আঁচ পোয়াচ্ছে সেই অনুত্তর চিঠি গুলো

যেগুলোকে কেউ কোনদিন দিনের আলোতে দেখবেনা ।

 

 

৪)     ফাঁসির আসামি যখন দেওয়ালে প্রথম হাতুড়ি মারে

আগুনে আকাশ পাক খেতে থাকে দ্রুত

কয়েদীদের ছন্দ আবার ফিরে আসে তাদের যে যার জীবন কুঠুরিতে

শোনা যায় পদধ্বনি সুর করে ।

ধূলোটে আর ধোঁয়াটে মাটির ওপর ভাঙ্গা দেয়ালে  তখন ছোট্ট ছোট্ট আকাশ

আর তার মধ্যে  থেকে উঁকি মারছে চাঁদের মত ভেঙ্গে ফেলা পাথর গুলো ।

 

৫)    শহরে ঢোকার মুখেই ঘন ঘন ট্রাফিক সিগন্যালের মত

শবযাত্রা গুলো একের পর এক এগিয়ে এলো ।

সহস্র সহস্র মানুষ ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে ছায়াদের দেশে ,

দূরে কোথাও ফুটে উঠেছে এক অস্পষ্ট  সাঁকোপথ

জীবন আর মৃত্যুর মাঝখানে ।

 

৬)     এক বদ্ধ ঘরের অন্ধকার চৌকাঠ পেরিয়ে আমার পা।

সাদা কিছু জীবনের নথি পত্র দেখতে পাচ্ছি ,

অস্পষ্ট সব ছায়ারা সেখানে হুটোপুটি করছে নিজের নিজের সাক্ষর দেওয়ার জন্যে,

ততক্ষণে আমার আলোক স্নান সারা , আর সময়ের ভাজে আপাতত নিজেকে মুড়ে নিয়েছি আপাদমস্তক।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *