আজকের ঋত্বিক

তোমার নাম যখনই উঠেছে তখনি শুরু হয়েছে এক তীব্র দহন,

জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে শহর প্রাসাদ আর রাজতন্ত্র

অসম্ভব স্পর্ধা নিয়ে এই আমি এক ছাপোষা শরীরে উচ্চতা বাড়িয়েছি

আরও এক হাত।

আমার ঠোট কালো ,শুকনো আর ফেটে যাচ্ছে অহরহ,

এবার যদিও ঠাণ্ডা তেমন পড়েনি ।

আমার চোখ এখন আরও ধারাল ,চিবুক শক্ত , চুল আরও উসকো খুসকো

না আমি এখনো মশাল জ্বালিনি ।

যকৃত পাকস্থলীতে আছড়ে পড়ছে কম পয়সার কটু মদ,

কে যেন তাতে বিষ মিশিয়েছে,

পৃথিবীতে দুঃখী মানুষের সংখ্যা কমানর জন্যে।

ওরা কেউই জানলনা যে

আমি কিন্তু আজ নীলকণ্ঠ হয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *