আসক্তি

কবিতা খুঁটে খুঁটে খাওয়ার কুঅভ্যাস আমার অনেক দিনের ।

অতীতের অন্ধকার কুলুঙ্গি হাতড়ে  ,

কখনো বিস্মৃতির  শ্যাওলা ধরা কার্নিশ বেয়ে

কতদিন যে আমার পিচ্ছিল শব্দ গুলোকে খুঁজে বের করে চিবোতে থাকি আনমনে

সঙ্গোপনে ।

দীর্ঘদিনের বুভুক্ষু শরীরে পাক দিতে থাকে ওরা কড়া পাকের নেশা ছড়িয়ে ,

দিনভর ওদের সাথে আমার খুনসুটি , হুটোপাটী, সে এক অদ্ভুত ভালবাসাবাসি ।

তারপর যখন ক্লান্তিতে চোখ বুজে আসে ,

যখন এতদিনের মরচে ধরা, ছাতা পড়া  শব্দগুলো নিয়ন্ত্রণ নেয় আমার স্নায়ুর ,

কিছু ব্যাক্ত আর কিছু অব্যাক্তর গা বেয়ে তারা উঠে আসে  সব ছন্দহীন , দিশাহীন, সম্পূর্ণ অগোছালো ,

আমি  স্বপ্ন দেখি এক সুসজ্জিত ঘরে সুবেশ সব মানুষ মানুষীরা  একেক সুস্বাদু পদ তুলে নিচ্ছে অত্যন্ত সুচারু আর সুসংবদ্ধ  ,

আর তাদেরই সুগঠিত বাক্যজাল আর সুবিন্যস্ত গদ্যময় উপস্থিতির মাঝখানে

এক  কোন অদ্ভুত  ণৈব্যক্তি তার অখ্যাত কোন এক পদ্যের ছেড়ে আসা কমা , পূর্ণচ্ছেদ  নিয়ে যেন এক যতি হীন আশ্লেষে মেতেছে ,

সাহসী , উদ্দাম অথচ নিরুচ্চার এক সোহাগে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *