অন্তর্জাল (internet)

ঘোরতর   সঙ্কটে আজ আমরা সব এই  অমৃতের পুত্ররা ,
খুঁজে বেড়াই জীবনের মানে নিত্য নতুন  অন্তর্জালে .

সত্যি মুখ  ঢেকে যায়  কতগুলো মুখোশের আড়ালে
বদলে যায় শরীর , থেকে যায় সেই নোতুন অস্তিত্ব সংজ্ঞা হীন , সংখ্যাহীন,
চারিদিকে  জালের  আড়ালে কতগুলো কায়াহীন প্রাণহীন নামের উচ্ছৃঙ্খল তাণ্ডব ।

 কেউ মদ্য পায়ী দেবদাসপারুল খুঁজে বেড়ায় , কেউ বলে “লাভ ইজ ব্লাইন্ড” আবার কারুর নাম ক্যানাবীস  কালচার”
নামের আড়ালে  কোন অস্ফুট ইতিহাস বলে যায় অশরীরী বন্ধুত্বের কাছে এক অবাঞ্ছিত স্বীকারোত্তি । ।

কেউ  প্রত্যাখ্যাত , কেউ বিকৃত , আবার কেউবা নিছক  মজার ব্যাপারী ।
হাত বদল হয় মনের , মন বদল হয় শরীরের , বদলে যায়  বয়স পিছু হটে যায় সময় ,
বাসাংসী জীনা্নী ছেড়ে সত্ত্বা বাসা বাঁধে নিত্য  নতুন মায়াময় জালে,
হে অন্তর্জাল তুমি কি সত্যিই আমাদের এবার অমর করলে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *