রাত্রির রঁদেভু- ফৈজ আহমেদ ফৈজ

অনুবাদ : পার্থ মিশ্র

মধ্যরাত , চাঁদ আর আত্ম বিস্মৃতি।
বিষণ্ণ এক রঙ্গমঞ্চ।
এখানে নৈশব্দঃ জন্ম নেয় বারবার ।
আর তার সাথে জেগে ওঠা বিপুল নক্ষত্ররাশি
অন্তহীন প্রশান্তির ঝিল্লি দিয়ে ঢেকে রাখে এক বিস্মরণের চরাচর ।
এখানে অস্তিত্ব আসলে কল্পনা থেকে কেটে নেওয়া এক টুকরো লহমা ,
আর পৃথিবীটা শুধুই একটা মরীচিকা বই কিছু নয় ।

বৃক্ষরাশির ওপরে ক্লান্ত চাঁদের আলো এখন অর্ধনিমীলিত চক্ষে শয়ান,
তারাপুঞ্জ আমার প্রার্থনা পৌঁছে দিচ্ছে মুক ও মোহাবিষ্ট।
আমার হৃদয়ে এখন এক বাঙময় নৈঃশব্দ ,
আর মদিরতা মন্থনে উঠে আসছে এক অনন্ত আবেশ।

বাসনা , কল্পনা মেশান তোমার সেই সব দৃশ্যাবলী এখন এতটাই মোহিনী হয়ে উঠেছে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *