October , Lousie Gluck

(আবার  শীত এসেছে) ,

আনুবাদ ,পার্থ মিশ্র

আবার  শীত এসেছে

 এই ভয়ঙ্কর শৈত্যে আর কোন নিরাময় সম্ভব নয়

বসন্তের কোন বীজ সেখানে কোনোদিন বোনা যায়নি।

এই রাতেরও  অন্ত নেই

বরফ গলা জল এখনো এই সরু নর্দমা থেকে আমার  শরীরকে  ছেনে তোলেনি

এখনো আমি সুরক্ষিত বোধ করছিনা।

ক্ষতটা এখনো রয়ে গেছে । দাগ মুছে গেছে কবে

সন্ত্রাস আর শৈত্যের দেয়ালার মধ্যেই

উঠোনের বাগানের  নিষ্পেষিত মাটিতে শষ্য রোপণ হয়নি কোনোদিনও ।

আমি জানি সেদিনের  মাটির কান্না , যখন সার সার লালাভ কাঠিন্যে না ছিল কোন বীজ

না ছিলো দক্ষিনের দেয়ালে কোনো দ্রাক্ষা গুল্ম।

বাতাসের গোঙানি যখন বন্ধ্যা ক্ষেতের ওপর ছড়িয়ে পড়ছিল

তোমার আওয়াজ ছিল খুবই  অস্ফুট ।

কি লাভ ছিল সেই বাঙময়তাকে  ব্যাখ্যা  করে ?

আমায় বাক্রুদ্ধ করে রাখার সময় , ওই  সদ্যোজাত শব্দের  আর ব্যাখ্যা নাই বা চাইলে

সে তো সত্যি কোনোদিন তার কান্না থামাতে পারবেনা

এই  অন্তহীন রাতে এখনো পৃথিবী তার শষ্যক্ষেত্র নিয়ে সুরক্ষিত নয়

আর আমরা সব বীজ  বপনকারি   কৃষকের  দল,

 এই  পৃথিবীর কাছে কি আমাদের আর সত্যিই  কোন  প্রয়োজন নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *