The country without a post office (Stanza-1) 

যে দেশে কোন ডাক ঘর ছিল না ……(অনুচ্ছেদ ১)

Agha Sahid Ali

আনুবাদ – পার্থ মিশ্র 

আবার আমি ফিরলাম দেশটাতে

যেখানে কোন এক সৌধ শুয়ে আছে মাটির অনেক  নীচে ।

যেখানে কেউ যেন মাটির পিদিমে তেলের সলতে জ্বেলে প্রতি রাতে দেখে আসে বাইরের পৃথিবীতে কোন  বার্তা ছেড়ে গেল কি কেউ?

চিঠির ছড়া থেকে সে বাছতে থাকে কিছু শূন্য ডাকটিকিট ঠিকানা হারিয়ে 

যারা কোনদিন কোথাও পৌছুতে পারেনি , মাটি চাপা অথবা খালি বাড়ি গুলোতে ।

খালি , কেননা তাদের অনেকেই পালিয়ে গেছে নয়তো নিজেরাই উদ্বাস্তু নিজেদের জায়গায় । 

দূর শিশির ভেজা পাহাড়ের আড়াল থেকে দেখছে কেমন করে আমরা ওদের ঘর বাড়ি ভেঙ্গে দিচ্ছি ।

সোনালি আগুনে কেমন সোনার মণ্ডের মত একেক করে জ্বলছে ওদের বাড়ি গুলো । 

এক আগুণ থেকে বাঁচতে আরেক আগুনে ছাই হচ্ছে তাদের ভালবাসার  সৌধ গুলো……  

যেদিন বড় মসজিদের মুয়াজ্জিম মারা গেল ,

পুরো শহর থেকে কেউ যেন জোর করে প্রার্থনা কেড়ে নিল রাতারাতি ,

আর সেই সোনালি আগুণকে সেই ভেঙ্গে দেওয়া জ্বালিয়ে দেওয়া ঘর গুলো শুকনো পাতার মত আরও জোরে উসকাতে থাকল।

এখন আমরা প্রত্যেকদিন ওই হারানো ঠিকানা গুলো কবর দিই ,

আমরা নিয়মিত পুষ্প স্তবক রেখে আসি তাদের শূন্য উঠোনে।

অসহায় ভাবে দেখি কেমন সেই সোনালি আগুণ এগুতে থাকে , ঘিরে ফেলতে থাকে বাকি বেঁচে থাকা উঠোন গুলো…।

আমরা তার নেভা অবধি অপেক্ষায় থাকি , উৎকণ্ঠায় থাকি…..অন্ধকারের প্রতীক্ষায় থাকি আগুণের আবর্তের মধ্যে থেকেই …..(ক্রমশ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com