অপেক্ষা


শববাহী গাড়ীটা শম্বুক গতিতে এগুচ্ছিলো।

সঙ্কীর্ণ রাস্তার দুদিকে ক্ষণিকের ব্যস্ততা, আলোর রোশনাই 

আবার লম্বা টানা অন্ধকার , চুপ চাপ মালবাহী লরি গুলো দেওয়ালের গা ঘেঁসে দাঁড়িয়ে।

শব শূন্য গাড়ীটার কোন তাড়া নেই ,

মৃত লোকেদের ভিড় কে পাশ কাটিয়ে বড় সাবলীল গতিতে গাড়ীটা চলছে ।

পাছে ভুল লোক চড়ে বসে তাতে ।

অনেক রাতের যাত্রীরা হাত দেখাচ্ছিল, সে দেখেও দেখেনি .

শেষ বাস মিস করা যাত্রীরা হাত দেখাচ্ছিল সে গতি কমায় নি একটুও

কিছু মাতাল জোর করে চাপতে চাইছিল

একতা হিজড়ে কাচে টোকা দিয়ে পয়সা চাইছিল 

ট্রাফিক পুলিশও তার পাওনা বুঝে নিতে হাত দেখিয়ে ছিল

কোন কিছুকে ভ্রুক্ষেপ না করে সে আপন মনে এগোচ্ছিল।

নিঃশব্দ অহংকারে বড় সহজ ভাবে সে এগোচ্ছিল ।

ঠিক আমার সামনেই সে যাচ্ছিল  

তার চালকের আয়নায় আমার মুখচ্ছবি পরিষ্কার দেখা যাচ্ছে ।

আমার অকারন উত্তেজনা, রাগ, ভ্রুকুটি, স্লথতাকে মেনে না নেওয়ার ক্ষোভ 

কোন কিছুই তার আয়না থেকে বাদ যাচ্ছিলনা।

আমার মুখের প্রতিটা বলিরেখা ও স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল

আমার অস্থিরতা ওই ঠাণ্ডা গাড়ির আয়নায় একটা স্থির প্রতিচ্ছবি ছাড়া কিছুই ছিল না।

ওর তো আদৌ কোন তাড়া ছিলনা ।

শুধু একটা সঠিক জীবন সে খুঁজছিল যার মৃত্যু কে ও বইবে

পরম শ্রদ্ধা নিয়ে সে একটিবারের জন্য সত্যি মৃত কাউকে বইবে 

যে কিনা এতদিন বেঁচে থেকে মারা যাবে এই প্রথম ও শেষ বার।

তাই আরও অপেক্ষাতে সে শম্বুক গতিতে এগুচ্ছিল

ঠিক আমার সামনে , তার কাচের আয়নাতে আমার মুখচ্ছবি স্থির।  

Every war starts with single ego(aspiration sans competency) and ends with so many lives(just absolute lives). We saw it before and we will see it again

 


The man got killed in Bagdad Airport, Major General Sulemani of Republic of Iran just played some roles which could be called easily terrorism  in other country but patriotism in his own thanks to his big lineage celebrated army badges and deep relationship with  Religious Supremo of the country Ayatollah . But that is in apparent meaning which is very misguiding. In real sense the man was too stupid to provoke regional imperialism of Iran in the war trodden, already chaotic nations with ruins and rampage either by their own ruthless rulers(like  Asad’s regime in Syria) or the Monstrous invaders (ISIS in Iraq, Syria, Yemen). Just taking the same divisive lethal politics between Shiaites and Sunnis by which he sowed the first seed of  ISIS which the whole Iraq and other forces had to be deployed to decimate with much bloodbath, the same man started another imperial quagmire between the two ethnic Islamic nations  to create unrest and coalesce its power in both the nations (Iran and Iraq) very fast ,a direct threat to the west in any case. Basically a war monger leader of army faction which acts outside the Iran just got his very timing so wrong in his all  these missions because of the very existence of another man in the earth bestowed with two super power at a time of which one is extremely developed air attack with unmanned drones, precision ammunition and  the other is excessively accumulation of  individual discretion in post of president even as raging the war against any nation post 2001 attacks on ATC.Added to the two power , the man in charge got third super quality which is also unparalleled in the world and ie extreme level of eccentricity , an outright crackpot, screwball the world has ever seen in the hot seat in America. Donald Trump and Suleimon just have enough similarity in two counts , both have been war hawks for nothing  just enough stubborn (and equally stupid) to reach the brinkmanship , and both were imperialist for nothing (just to stick to their status of power). Now while with allies and other base except East Asia warpower of America is unprecedented and unmatched, but not to forget Iran with its so many covertly built up nuke and other strength(too hard to keep vigil for the world) have equal power of creating chaos and crisis to fish and foster one’s own agenda in the post war countries like  Iraq , Yemen, Lebanon and Syria the hotspot with enough combustible issue. So it was hardly at anybody’s loss or gain other than their own individual egos and eccentricities which clashed in the veil of broader and bigger excuses of which one is prestige (for Iran to brave the western power against all those demeaning sanction and scary threats )  and other is protection(of American interest and identity of superpower in the battle torn zone which they first destructed and now constructing))of Iraq-Syria-Yemen-Lebanon. The weaker got torn into pieces and the stronger one does not have enough clarity to celebrate. But in one thing world should not be in confusion that it is braced with immediate retaliation with more vigor and vengeance and above all another spiral of conflict and confrontation tacked with much more destruction is on the offing.

বিস্মৃত সমারোহ( a lost memory in Delhi) ( কাব্য গ্রন্থ : জারজ খোলস the veiled suite )

বিস্মৃত সমারোহ( a lost memory in Delhi)

যে বাসটা হুডমুডিয়ে আচমকাই রাস্তায় নেমে এলো

তুমি তাকে আমার জন্মের অনুলিপি বলতে পারো।

আসলে জন্ম থেকেই আমি আমার বাবা মায়ের চেয়ে বয়সে  বড় ছিলাম ,

আর ওদের পেরিয়ে যমুনার পাড়ে আমার আনেক আগে থেকেই অগাধ বিচরণ।

মা আমার মা তখন সদ্য বিবাহিতা 

জরির শাড়ীতে রুপোলী সব চুমকি মায়ের চোখ মুখে চকমক করছে।

আমাকে জন্মাতে সেও তো দেখতে পেলনা  ,

প্রসব  যন্ত্রণার সময় তার পায়ের নূপুরের নিক্বণ অস্পষ্ট ঘুরে বেড়াচ্ছিল  ,

যেন দূর কোন নিষিদ্ধ নগরীর চাপা  কথপোকথন।

 তখন  চায়ের দোকানে জ্বলে উঠছিল সব সাঁঝ বাতিরা 

আর রাতের তারারা একে একে কাচের পাত্রের বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় ,

সারিবদ্ধ ভাবে তারা দেয়ালে ঝোলান মলিন কিছু অ্যালবামের ঘর গুলোতে ,

ঝরে পড়া পলাস্তারা ঝেড়ে সমস্ত তেলকুপিতে তেল ভরে রাখছে ।

যেন সমারোহ সাজাচ্ছে কোন আগন্তুকের ।

অথচ আমি তো  অনেক আগেই এসে কড়া নাড়ছিলাম আমাদের ঘরে ,

আমার চেয়ে বয়েসে অনেক ছোট আমার বাবা মাকে বলতে চেয়েও ছিলাম সে কথা ,

রাত্রির নৈঃশব্দ্য ওদের যেন আরো বেশী মুক করে দিয়ে ছিল ,

ওদের বধির কানে তারাদের আওয়াজ ছাপিয়ে আমার  দরজায় ধাক্কা ঢুকতেই পারলনা 

কাশ্মীরের পোস্টকার্ড : আগা শাহিদ আলি (কাব্য গ্রন্থ : জারজ খোলস the veiled suite )

পুরো কাশ্মীর  রাজ্যটাই আমার ছোট্ট এই ডাকবাক্সে শান্ত হয়ে শুয়ে আছে ।

যেন এক পরিচ্ছন্ন হিমালয় আমার হাতের তালুর উপর সমাহিত ।

আমার বাড়ি ফেরার আগেই দিগন্তে সূর্য অস্ত গেছে ,

ঝিলমের জল ঘোলা হয়ে গেছে অনেকদিন, 

এখন  তার  পাড়ে আমার ভালবাসা আরও বেশী নগ্ন ও নির্জন।

আমি যেন সেই বিস্মৃত অতীত কে আঁকড়ে রাখি এক বিরাট সাদা কালো ক্যানভাসে-

এক  অসম্পূর্ণ  আর অব্যাক্ত পট চিত্রে যত্ন করে ।

আজকের ঋত্বিক

তোমার নাম যখনই উঠেছে তখনি শুরু হয়েছে এক তীব্র দহন,

জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে শহর প্রাসাদ আর রাজতন্ত্র

অসম্ভব স্পর্ধা নিয়ে এই আমি এক ছাপোষা শরীরে উচ্চতা বাড়িয়েছি

আরও এক হাত।

আমার ঠোট কালো ,শুকনো আর ফেটে যাচ্ছে অহরহ,

এবার যদিও ঠাণ্ডা তেমন পড়েনি ।

আমার চোখ এখন আরও ধারাল ,চিবুক শক্ত , চুল আরও উসকো খুসকো

না আমি এখনো মশাল জ্বালিনি ।

যকৃত পাকস্থলীতে আছড়ে পড়ছে কম পয়সার কটু মদ,

কে যেন তাতে বিষ মিশিয়েছে,

পৃথিবীতে দুঃখী মানুষের সংখ্যা কমানর জন্যে।

ওরা কেউই জানলনা যে

আমি কিন্তু আজ নীলকণ্ঠ হয়েছি ।

বিবর্ণ মৃত্যুর মিছিল -১    জাম বনি

অনেক খবরের মাঝে ওটাও একটা  খবর

একটু বিস্তৃত , কিন্তু অতটাও নয় যে দুবার পড়তে হবে ।

সংবাদ মাধ্যম এখনও সময় করে উঠতে পারেনি বিশদ ভাবে বোঝার যে

সেই সন্ধ্যায় কি হয়ে ছিল ?

সেদিন কি বৃষ্টি একটু বেশি সময় ধরে পড়ছিল?

সেদিন কি রাস্তায় কোন আলো ছিলনা ?

আর কুকুরেরা? যারা পথ চলতি মানুষ দেখলেই চিৎকার করে ,

ওরা কি সবাই যে যার বারান্দা ধরে নিয়েছিল , নিশ্চিন্ত বারান্দা ।

একলা ফোন বেজেই গেল … ছেলের টা কেউ ধরল না , বউয়ের টাও নয় ,

আর মায়ের চোখ ঠায় তোরণের দিকে , পুরনো ছবিগুলোর পুনর্নির্মাণ , কেউ যেন দিন গুলো পিছনে টানছে …।

সামনে  তীর বুকের বাঁ দিক ঘেঁষে কাঁপছে আস্তে আস্তে , কেউ বুদ্ধি করে আধখানা কঞ্চি কেটে নিয়েছে ,  মানুষটার নিশ্বাস ধীরে ধীরে ফিকে হচ্ছে , মুখে বিড়বিড় কিছু আওয়াজ ।

তীরটার সামনে দু খানা ফলা ছিল , আর মৃত্যু নিশ্চিত করতে খুব কাছে থেকে তুন তানা হয়েছিল…………..

 

ভিজে  জমিতে গতকালই পাশের গাঁয়ের বউ ঝি মিলে ধান রোয়া  সারা করে গেছে ,

তাদের  ফেলে যাওয়া গায়ের আঁশটে গন্ধ ছাপিয়ে আল পথের ফাঁক দিয়ে জল পড়ার একটানা অবিশ্রাম আওয়াজে ধান চারা গুলোর  গোড়া শিথিল হচ্ছে ক্রমশ ,

থমকে থাকা পেট্রলের এক বিষণ্ণ ধোঁয়া ভেজা কুয়াশাকে আরও ভারি  করে রেখেছে  ।

আধশোয়া  বাইকটা একটু দূর থেকে ওর মালিকের সাথেই  শেষ  ধড়পড়ানি টুকু ভাগ করে নিচ্ছিল এই কিছুক্ষণ আগেও।

এখন জলের আওয়াজ অনেকটাই গা সওয়া হয়ে গেছে নিথর শরীরটার।

বাইকের ইঞ্জিন ও থেমে গেছে ,

মোবাইল টা বন্ধ হয়ে গেছে সবার আগে ।

সকালের আকাশ সবুজ চারা গুলোর মাঝখানে রং ঢালার আগেই  কেউ জলে সিন্দূর মিশিয়ে গেছে  ।

ফিসফিস কিছু আওয়াজ এগিয়ে আসছে চারিদিক ঘিরে ,

খুব সম্ভব একটা পুলিসের গাড়ির  সাইরেনও শোনা যাচ্ছে এগিয়ে আসতে দ্রুত গতিতে।

এবার খবরের  গায়ে রং লাগবে , রক্তের চেয়েও  গাঢ কোন রং

এবার খবর বিকোবে চারিদিক , রাজনীতি , সন্ত্রাস , নির্বাচন ,   গোষ্ঠী দ্বন্ধ এই সব  শব্দ গুলোর ওপর  বিছানো হবে ওই গলা ফালা করে দেওয়া শরীরটা । রাজধানী থেকে নেতারা আসবে স্বত্ব দাবি করতে , মৃতদেহের ওপর স্বত্ব।

আর রাত বাড়লেই দূরদর্শনে  জোর আলোচনা হবে সেই শবের দল ভুক্তি নিয়ে ,জীবনের চেয়ে মৃত মানুষের  দাবিদার  চিরকালই  কয়েকগুণ  বেশী।

এবার  কিছু লোক টানাটানি করবে , দলাদলি করবে শব দেহ ঘিরে ।

কিছু কাগজের সপ্তাহান্তের রসদ ।………

 

আর  কাল রাতের  সাক্ষী কুকুরগুলো  গুটিশুঁটি  মেরে বারান্দা ছেড়ে  দাঁড়াবে এসে রাস্তায়  আর

ভীত , সন্দিগ্ধ চোখে  খেয়াল রাখবে

দুপেয়ে নৃশংসতা থেকে দূরত্বটা  যেন কমে না যায় কোন ভাবে।

 

 

 

 

 

 

 

 

ইচ্ছামৃত্যু ?

মৃত্যু তুমি কার? আমার না  অপরের ?

ওপারের অন্ধকার আমায় হাতছানি দিয়ে ডাকে,

আর এপারের বেসাতি , পরিষেবা ,বিপণন জোর করে মেলে ধরে আমার শরীর।

প্রযুক্তি আর বিজ্ঞানের কাঠামোয় ।

 

সাহিত্য , কাব্য , উপন্যাসের শব্দ বিন্যাসে ওরা আমার মৃত্যুকে অমর করেছে ,

অপারেশন থিয়েটার , আই শি উ আর ভেন্টীলটরের আয়েশি ঠাণ্ডায় আমার মৃত্যু রাত জেগে থাকে তার প্রিয়জনের ফিসফিসানি আর খবরের কাগজের বিস্ময়ে ।

 

অথচ এমনটি হওয়ার কোন কথাই ছিলনা …

সেই যুবতী “কুইনিন”  যেদিন কোমায় আছন্ন  শরীরে  মৃত্যুকে প্রথম প্রশ্ন করল ,

যেদিন চার্চের  গোঁড়ামি আর  চিকিৎসা শাস্ত্রের  মধ্যে টেনে দিল সংঘাত রেখা, যখন কিনা জন্ম নিলো কিছু নতুন শব্দের উথেনেসিয়া , মারসিকিলিং , নিষ্কৃতি মৃত্যু …।

মৃত্যু আবার জন্ম  নিলো  বিজ্ঞ্বানের পাতায় ।

 

আজ তাই মৃত্যু তাই ভীষণ ভাবে জীবিত নতুন নতুন শব্দের শরীর নিয়ে ।

কিছুটা গবেষণার বই ,আর কতকটা বিচারের কাঠগড়ায় ,

আর অনেকটাই বিতর্কের প্রাজ্ঞ্তায়।

 

মৃত্যু আজ শব্দ আর শ্লাঘার মায়াজালে   আবদ্ধ এক গভীর আলোচ্য বিষয়।

মৃত্যু আজ আজ সাদা পরিচ্ছদের আড়ালে উন্নাসিক চিকিৎসকের অনুগত ভৃত্য।

মৃত্যু আজ শুভাকাঙ্খী পরিজন আর চিকিৎসা বিজ্ঞ্বানীর মধ্যে এক সম্পাদিত চুক্তি

মৃত্যু আজ দুই পক্ষের এক অলিখিত সমঝোতা ………

 

মুমূর্ষু রোগী যেখানে একবারেই এক  সাদামাটা তৃতীয় পক্ষ……

 

“Alchemy of Sorrow” by Charles Baudelaire “এক অন্য পরশ পাথর”

একজন এসেছিল তীব্র ভালবাসা নিয়ে , আরেকজন শুনিয়েছিল তার বিষাদ গাথা ,

একজন বলেছিল সবকিছু শেষ হবে কবরে , আরেকজন শুধু জীবন আর যৌবনের গান গাইছিল

ভয় আর ভালবাসার মাঝখানে তুমি আমাকে এক পরশপাথর ভেবেছিলে , এক অন্য পরশ পাথর ।

কারন আমি সোনাকে করেছিলাম লোহা আর স্বর্গ কে নরক , আর সেই দুর্দান্ত নরকে আমি খুঁজে পেয়েছিলাম আমার পরম দয়িতের মৃতদেহ।

আমি সেখানে বানিয়েছিলাম আমার  প্রেমের সমাধি স্তম্ভ

 

 

বাবুদের মাস মাইনে – পার্থ মিশ্র

জীর্ণ শরীরে মোড়কের পর মোড়ক,
নিত্য নতূন এক প্রস্ত পোষাকে ভারী হতে থাকে তার আপাত পিঙ্গল তনু ,
সহস্র জ্ঞানের উন্মেষ নাকি মুক্তির চাপে তার প্রান আজ কেবলই ওষ্ঠাগত।
ক্রমাগত টানাপোড়েন , হয়তো বা বিপরীত দুই মেরূর বলবান তার্কিকের
মাঝে সে এক শীর্ণকায় অভিরূপ।
এক জীবন্মৃত কায়া, আতীত আর বর্তমানের মাঝখানে আটকে পড়া নাকি এক হারিয়ে যাওয়া ভবিষ্যৎ ?
যে আঁতুড় ঘরে তার জন্ম হয়েছিলো কোন এক বিস্মৃত দিনাঙ্কে,
কোন এক নোতুন ভাবনার আভাষে,
আজ তার আর কেউ খোঁজ রাখে না।
সেখানে এখন ক্ষমতা আর দম্ভের আলিন্দে ঘোরাফেরা করা ঊ তনের শব্দ এবং ব্যখ্যার সুউচ্চ ইমারত।
অকারন বাক্য বিন্যাস আর প্রশ্নোত্তরের ক্রমাগত পাশা খেলা , বন্ধক রেখে সময়কে , সিদ্ধান্তকে।
গন্তব্যটা হারিয়ে গেছে বহুকাল , এখন সেখানে শুধুই ঘূর্ণাবর্ত জটিল আর ফেনিল বহু চর্চিত জ্ঞান রাশিতে।
চক্রাকারে ঘুরতে থাকা কতগুলো নিয়ম নিগড় বাঁচিয়ে রাখে এক পথচলা , ক্লান্তিহীন , ক্লেশহীন আর দিশাহীন।
আর তার সাথে বাঁচিয়ে রাখে বাবুদের মাস মাইনের জীবিকাগুলো।
বেঁচে থাকো হে অফিশ ফাইল আর বাঁচিয়ে রাখ আমাদের।
আমরা তোমার শতায়ু কামনা করি।

পার্থ মিশ্র

ahambrahmaasmi.in

Aham Bramhaasmi , I am the Bramhan the infinite reality , the ultimate which engulfs everything, encompasses everything and then entrench them to myself. The lines are from Upanishad but never been there any better line to enlighten yourself , empower or energise yourself. In mathematics infinite is the most powerful or should we say unlimited powerful number of all. It is the urge of everybody to touch that infinite , but infinite stays infinite for infinite time . So you never touch it , just keep on moving behind it, a moving target which ends nowhere and expands to everywhere and anywhere to surround you and then surpass you. It is this reality that makes us alive, keep us awaken and active. It is the same reality that never let us rest and sit. The infinity is simply the ultimate goal of the life to grow and greet this fullness of life, the complete being and still reaching nothingness a complete detachment from everything you do , you plan or perform. In our work, life or relationship , this is the same infinity which keeps us engaged , endeared and enamoured when we see both of its enormous exclusivity and inclusivity . While exclusivity speaks about our reach and richness of thought to every stakeholders around our being, its inclusivity just tell how all these events, happening and its impacts assimilate , amalgamate again with the same beings ie ourselves. And here we ourselves are the ultimate destination of our own journey which we will design and we will define nobody else so here we or I am the ultimate reality the infinite reality Aham Bramhaasmi ……..

Let me make it clear , although the Upanishad explores much deeper connect of these two syllable ultimate reality mainly the body , mind and soul to be alligned and assimilated to oneslef , here my aim to introduce yourself to you , to recognise yourself to expedite and explore yourslef . It is all about yourself nobody else , just to unedesratnd the unlimited potentiality , the uneneding eneregy and unsurmountable expanse you are exposed to and you keep on painting your imagination ,ideation, innovation unappolologic and unflinching which can hardly be bound by these trivial words like success or failure. So here we will speak on the romancing the failure not ruing it because pattern of every failure is unique not the design of success which normally moves in standardised way , labour , luck and some lines of connection  , success just has three ingredients which varies very less in proportion from one to another. Here we will speak  about the infinite potential we have provided we understand our worth and undo all entropy i.e. wrongly channeling it. The stretch , the elasticity , the huge  talent you are with just wait for a single stroke , the realisation , the close conversation with yourself  and the single line dialogue with thyself is ahambrahmaasmi,I am the ultimate,I am the infinite , nobody else.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com