“আঁধারনামা…. The Darkness Manifesto”

পার্থ মিশ্র

এসো আমরা অন্ধকারের কথা বলি , নিয়নের আলো থেকে একটু দূরে যেখানে একলা ঝিঝি ভয়ে চুপ করে আছে , দিন রাতের হিসেব হারিয়ে ফেলে ।

চল আমরা রাতের তারাদের কথা বলি , কতদিন স্ট্রীট লাইটের ওপরে যে কোন আকাশ দেখিনি ।

আমরা সেই পথভ্রষ্ট রাতচরা পাখিদের কথা বলি যারা তাদের অনিদ্রাতে ভোগা পরিচিত মহানগরীকে তার কৃত্রিম আলোকমালায় আর খুজে পায়না ।

লাইটহাউসের পিছলোতে থাকা আলোক বর্তিকা আর আলোকোজ্জ্বল আধুনিক জাহাজের অতি রশ্মিতে রত্নাকর সমুদ্রের মধ্যে জলজীব সব আজ সম্পূর্ণ দিশাহারা

রাতভর পাক খেতে থাকা আঁধারের সন্ধানী কীট পতঙ্গের দল ক্লান্ত ভোরে সার সার শুয়ে থাকে রাজ পথে রাতের অবাঞ্ছিত সব আলোর কাহিনী তাদের রঙ্গিন শরীরে মেখে।

দিনান্তের পাণ্ডুলিপির সামনে বনলতা সেনের মুখের উপর আজ আর কোন আলাআঁধারি বেঁচে নেই ,

সেখানে তীব্র বৈদ্যুতিক আলোয় সেই সব চিত্রকল্প নগরীদের হারিয়ে তার মুখের ওপর জেগে ওঠে আলোক-প্রদুষন কাঠিন্যের শহুরে বলিরেখা ।

আদুরে নরম সেই ছায়াদের কথামালা ফেলে এসেছি আমরা আমাদের বানানো আলোক স্তম্ভের উজ্জ্বলচ্ছটার পেছনে সভ্যতা আর বিকাশের দোহাই দিয়ে ,

সবুজ অন্ধকারদের তাড়িয়ে সেখানে বসিয়েছি আলোর রোশনাই ;

আঁধারকে আমরা হারিয়েছি আলোর এক সংযমহীন পিপাসায়,

আজ দিগন্তজুড়ে নিয়নের উজ্জ্বল আলো ,আর ক্রমাগত যান্ত্রিক নিঃসরণে
উল্টোমুখি আমাদের জৈবিক অভ্যেস ,

ভারসাম্যহীন আমরা আর আমাদের চারিদিক লিখে চলেছি এক বিপর্যস্ত সভ্যতার ইতিহাস যাকে শুরু করে ছিল এডিশনের এক আবিষ্কার

এসো আমরা ফিরিয়ে দিই সেই সভ্যতাকে তার আঁধার টুকু যার ওপর সে আলোর ইতিহাস তৈরি করবে আবার নতুন করে,

এক সুসংযত , সুবিন্যস্ত দিন আর রাত্রির মায়াজালে।
যেখানে আলো আর আঁধারির দেয়ালাতে , রাতের পতঙ্গের পায়ে পায়ে পরাগ ছড়াবে এক ফুল থেকে আরেক ফুলে ,

যেখানে নিরবিছিন্ন রাতের পর প্রত্যেক সকাল আবার জেগে উঠবে হাজারো পাখির গানে।

এস আমরা আঁধারকে আর হারিয়ে যেতে না দিই , তাকে আলোর সাথে একই ভাবে জাগিয়ে রাখি, আমাদের ঘুম পাড়ানিয়া গানের মাঝে ।

প্রত্যাবর্তন “হারমনি” তে- আগা শাহিদ আলি

আনুবাদ – পার্থ মিশ্র

দুটো গ্রীষ্ম, দুটো আলাদা সময় ।

কিন্তু সেই  রেশমি হাওয়া এখনো একই ভাবে আকাশ থেকে ঘুর পাক খেতে খেতে নাঙ্গা পাহাড়ের চুড়োর পাথরে ধাক্কা দিয়ে পড়ছিল।

আমি নেমে এলাম হাওয়াইআড্ডার ঢালু বেয়ে ,

টারমাকে কানাঘুষো শুনলাম সেনারা বাগান জ্বালিয়ে দিয়ে স্বর্গকে বাঁচাবে!  “অপারেশন টাইগার”।

এটা আমার বাড়ি , ছাই দিয়ে ঘেরা এক আভাগা স্বর্গ ।

 গোটা রাস্তায় ইটের টুকরোর ওপর দিয়ে  , আর আধা সেনাদের  ক্রমাগত জিগ্বাসাবাদের মধ্যে দিয়ে আমি  “হারমনি” তে ঢুকলাম .

পিঠোপিঠি তিনটে বাড়ি , সবুজ ঘাসে ভরা বেশ কয়েক একর জমি দিয়ে ঘেরা তিনটে ইমারত যেখানে আমার মাকেই সবচেয়ে বেমানান ভাবে  দীন মনে হত ।

একদম সামনেই একটা সেনা ছাউনির অবিরত কিন্তু অদৃশ্য দৃষ্টির মাঝখান দিয়েই আমি ফটক খুললাম,এক অবাঞ্ছিত আতিথি নিজেরই ঘরে ।

কিন্তু বাগানের  মালিকে দেখছিনা তো , সে কোথায় চলে গেল ?

আমার দিদিমার ঘরে তালা,  যেখানে কিনা তাঁর দুই ছেলে শহিদ হয়েছিল।  আসলে তারপর থেকে সেখানে না কোন আয়না আছে ,  না আছে কারো প্রতিবিম্ব 

জানলার  নীচে ওদের বিছানায় বুনো গোলাপের ঝাড় এখনো দম আটকে  শুয়ে আছে।

আচ্ছা মালিকে কি ওরা সত্যিই মেরে ফেলেছে ?

আর ডাক হরকরাকে?

বারান্দাতে  খোল নলচে বেরিয়ে পড়া পুরনো সুগন্ধি টেবিলের ড্রয়ার হাতড়াতেই বেরিয়ে এলো কিছু সোদাঁ গন্ধ চিঠির টুকরো ,

একটা বাবাকে লেখা  গত শরতের সভাতে উপস্থিত থাকতে,

আরেকটা এক বিয়ের নিমন্ত্রন ।

কোন কারণে আমার প্রথম চাবি ঘোরাতেই দরজা খুলে গেল ভেতর ঘরের আর আমি এক নৈঃশব্দ্যের মধ্যে তৎক্ষণাৎ ঢুকে পডলাম ,

আলোটাও দেখলাম বিনা বাধায় জ্বলে উঠল।

ঠিক যেখানে মা ছেড়ে এসেছিল সেই ওয়ালনাট টেবিলে অদ্ভুত ভাবে  জামওয়ার শালে মোড়া কোরান খানি এখনো রয়েছে ,

 আর তার পেছনে ফায়ার প্লেসের ওপরেই লেখাটা একইভাবে জ্বলজ্বল করছে,

“ঈশ্বর তোমার সাথে তো জয়ও তোমার সামনে”

মাকড়সার জালের মধ্যে দিয়ে বাক্য টুকু যেন আরো বেশী স্পষ্ট।

আমি মূক ফোনটাকে তুলি , নির্বাসিত কিছু সংখ্যা মুছে যাচ্ছে যন্ত্রাংশ থেকে,  বিছিন্ন আর বিস্মৃত কিছু স্বর ভাষাহীন ভাবে যেন আলতো ছুয়ে থাকে তাতে। 

তারপরেই হটাতই বাঙময় হয়ে ওঠে সে , রফি সাহেবের একটা গান গুনুগুনিয়ে ওঠে, কোন এক যুদ্ধের গান ,

আর আমি আরও ধীরে আরও ধীরে হেঁটে চলি সম্পূর্ণ বিপরীত দিকে

এই ভাবেই আমার মায়ের থেকে দূরে চিরকালের জন্যে হারিয়ে যেতে থাকি।

গান শেষ হল , ভাষ্যকার বলে উঠল , “This is all India Radio, Amritsar ”

আমি ফোনটা রিসিভারে রাখি ।

দোতালায় জানালার কাচেও আয়না লাগান আছে , আমি ঝাঁপালে আমার নিজের কোলেতেই এসে পড়ব আবার,

আর সেই  জানালার ভিতর দিয়ে আমার চাহনি কে দূরের পাহাড়গুলো  কোন রক্ত না ঝরিয়ে বারবার ফিরিয়ে দিচ্ছে ।

বইয়ের তাকে ‘রিতশোস’, ‘রাইল্কে ‘, ‘চাভাফি’, ‘লোরকা’ , ‘ইকবাল’, ‘আমিসি’,আর ‘পাজ’ এই সব কবিদের সাথে গা লাগিয়ে আমার বাবামায়ের বিয়ের ছবি এখনো একই ভাবে এতো ঝকঝকে আর সজীব ! 

অথচ  মা আমার , সাদা কালো ফ্রেমে এক অষ্টাদশী , যখন প্রথম এই “হারমনি” তে এসেছিলেন , সারা বাড়ি কেঁপে উঠেছিল বেসামাল হয়ে তাঁর অপরূপ সৌন্দর্যে ,

তিনি যেমনি দীন ছিলেন তেমনই দুর্দান্ত সুন্দরও ছিলেন ।

সেই কম্পন , সেই গোটা বাড়ি ময় উত্তেজনা এখন আমি আবার পাচ্ছি,

আর এখন এই সেই বাড়িটাই আমাকে শক্ত করে ধরে রেখেছে সামলাতে ,

সেই শূন্য বাড়িটাই,

আর সেই শূন্যতা থেকে গুমরে ওঠা কান্নাই

এখন বেসামাল আমাকে সামলাচ্ছে ।

রাত্রির রঁদেভু- ফৈজ আহমেদ ফৈজ

অনুবাদ : পার্থ মিশ্র

মধ্যরাত , চাঁদ আর আত্ম বিস্মৃতি।
বিষণ্ণ এক রঙ্গমঞ্চ।
এখানে নৈশব্দঃ জন্ম নেয় বারবার ।
আর তার সাথে জেগে ওঠা বিপুল নক্ষত্ররাশি
অন্তহীন প্রশান্তির ঝিল্লি দিয়ে ঢেকে রাখে এক বিস্মরণের চরাচর ।
এখানে অস্তিত্ব আসলে কল্পনা থেকে কেটে নেওয়া এক টুকরো লহমা ,
আর পৃথিবীটা শুধুই একটা মরীচিকা বই কিছু নয় ।

বৃক্ষরাশির ওপরে ক্লান্ত চাঁদের আলো এখন অর্ধনিমীলিত চক্ষে শয়ান,
তারাপুঞ্জ আমার প্রার্থনা পৌঁছে দিচ্ছে মুক ও মোহাবিষ্ট।
আমার হৃদয়ে এখন এক বাঙময় নৈঃশব্দ ,
আর মদিরতা মন্থনে উঠে আসছে এক অনন্ত আবেশ।

বাসনা , কল্পনা মেশান তোমার সেই সব দৃশ্যাবলী এখন এতটাই মোহিনী হয়ে উঠেছে !

বন্ধু আমার …. ফৈজ আহমেদ ফৈজ

অনুবাদ : পার্থ মিশ্র

যারা কিনা আমার কল্পনা আর কবিতার প্রাণ ছিল
যারা কিনা আমার ভাবনা আর কাজকে চিরকাল হাসি জুগিয়েছে ,
যারা চাঁদ আর তারার মতই আমার মনের আকাশে সবসময় জ্বলজ্বল করত
আমার ভালবাসাকে আরও তীব্র করার সাহস জুগিয়েছে যারা
কোথায় গেল সেই ইচ্ছে গুলো বন্ধু ?
কোথায় গেল সেই গাঢ় রং গুলো বন্ধু ?

সেই বুভুক্ষু চাহনি, সেই প্রত্যাশী পথ,
সেই থেমে থেমে ওঠা গভীর শ্বাস হৃদয় কে সংযত রাখার
অপলক রাত জেগে থাকে অন্তহীন এক অন্ধকার শোয়ার ঘরে,
আধ জাগা গল্প গুলো মখমল হাতের মত পেলব আর মোহিনী,
কোথায় তারা সব হারিয়ে গেল বন্ধু আমার ?

এখন আমার শিরা উপশিরায় রক্তের স্রোতে বসন্তের লাল রং,
আমার প্রাণ ফেলে আসা দুঃখ গাথায় ডুবে আছে আবক্ষ ,
বন্ধু এস না এখন আমরা দয়িতের সমাধি স্থলে আবার আলো জ্বালাই
যেখানে অপেক্ষা করে আছে পুরনো ভালবাসা,আর নি:শেষ হয়ে যাওয়া প্রেম।

Gambling cannot be a strategy …..

Everybody is very curious to know who voted for TMC. And pat comes the answer is he or she who didn’t want to vote BJP. Then comes the next question  with its foot note that TMC is not at all a team to adore or adulate in least case approve to run a state . A bunch of very naïve politicians with some star connect TMC never thrives on any so called ideology which feeds(and fails also) its engine. Neither right nor left , neither center , TMC is a summation of just so many slogans and very crude rhetoric of Mamata Banerjee its one woman Supremo. Every issue of TMC rise from her and ends there. She is the epitome of so many contrarian things very unpretending , uninhibited with no holds barred. She claims to be least sophisticated when takes the dais to lambast the opponents , she never hides her lacking of any big skill when she takes the pen or brushes the canvas. The Bengali culture , art , literature  for which she is too passionate to allow any outsider (and rightly so) from different state or cult. So Mamata Banrejee is TMC and TMC is she  and the  people of Bengal voted for her as she is the only option to resist the otherwise highly arrogant , audacious BJP who never goes by what they have done , but what they have tried to do . Last few years of their tenure are about redemption of this truth that good intention hardly work if not planned and executed with best intellect. A the party and its top honchos being always in a campaign mode to get vote, they always appears to be too busy with election and earning people’s mandate round the year to pay least attention to perform what they promise in their manifesto. Being intellectually bankrupt,and technically very unsound whether in science ,economy , technology they over the last few years just picked the mastery in electioneering , how to earn vote by every trick which may include deep and layered and reverse polarization , social stratification, horse trading , anti propaganda all at core with its upper crust coated with thick development agenda normally an illusion if not pure bred imagination of its bunch of executive running the nation. Never had any designer’s thinking capacity , top leaders believe in execution straightway without any backing of well thought plan, strategy or risk assessment. And every noble or great mission just stumbles surely unintended but never unexpected as per poverty of knowledge capital of this incumbent Govt is concerned .The demonetization , tax simplification ie GST, drive for deep indigenization or manufacturing with its embedded skill development , digitalization , revoking of article 370 , protracted lockdown to manage covid crisis or national inoculation drive all are high profile , big ticket or all pervasive reform poised to change the social, economic or immunity landscape of the nation and its people but backed by very poor strategy , execution plan or scenario planning.  

Claiming success on Swacchbharat , Universal Gas connection with a string of the popular schemes for village , farmer , woman or marginalized already tested and tried and being run in different forms in different states by engaging public resources are easier for any Govt than to set path or blueprint of innovation or invention for  Green energy ,AI, Medicine , Science such other the next generation reforms. The sanitation or water supply drive will surely attract eyeball while presenting very low hanging fruit of some example of extreme coordination at national level but revamping health care , investing in renewable energy , organizing best supply chain, robust distribution system for any national drive like vaccination needs intense thinking power, visioning power and equally designing power which the leadership at center simply lacks.

The surprising part of the whole election is that , how the master election strategist of BJP Mr Amit Shah just missed the basic meaning of the word strategy which defines itself continuously malleable outline befitting with the situation , site, and psyche of the place not just keep repeating the same bunch of methods(however tried and tested anywhere) everywhere with an expectation that incumbents will behave in same manner everywhere . Specially in a country like India , the cultural ethos, sense of pride, egoism and things of obsessions varies hugely with caste ,clan, cult and geography. What UP people could have spilled , the Southern clan will not allow at all. What Pandey, Tiwari or Thakur felt relevant , the Chatterjee, Mukherjee , Banik or Maitra , these Bengali clan simply feel repugnant to even think. So the basic lines of polarization across the line of religion or in its layered innovation further dividing across the caste line down the lane , just could get very few takers apart from its committed soldiers.

And it is just more surprising that even after fully activating its highly acclaimed antipropaganda  machinery where it was projected different picture at different time to influence the voters the yield is poor in every count. Sometimes declaring the winning number is already presumed waiting for its formal counting, sometime exposing some private conversation with its unvalidated content to public who could be anyone even the CM , BJP left no leaf unturned to entice the voters and embarrass the opponent at any cost. There is the chance that the whole hype created about their win and taking to the crown was amazingly subtle to create a cobweb of lies to touch and tie everybody who matters for their win, the electorate, election commission or election officials. Again there is the chance that whole top echelon just could not touch the raw chord of Bengali clan ( yet misguided by the state leadership) who are not only reluctant to allow the BJP’s rightist ideology to get seeded in Bengal soil but also intensely repulsive with any such intension which the party and leadership overtly and covertly expressed so many times .

So surely not to get stuck between today’s cajoling and tomorrow’s coercing , the Bengali Clan on the whole just could not trust BJP with its lost credential ,outrightly rejected them and voted for Mamata Banerjee as always less damaging option left before them. It is whether for the overconfidence or misjudgment or just manipulative publicity to create hype which drowns BJP hardly matters for the Bengal and its Bengali clan who are fiercely obsessive about their self rightist stand as always.

সবিতা কেন ভালো আছো ?

সবিতা তোমার বাবাকে মনে পড়ে ? অফিস ফেরত বাসটা পাড়ার মোড়ের আগেই চাপা দিল 

কয়েক ভাইবোনের বড় সংসার তোমার মায়ের কাঁধের চেয়ে তো অনেকই বড় ছিলো।

বড় ভাই পড়া ছাড়ল, পরেরটা পাড়া,

পেটে খিদে আর চোখে আগুণ , কি বা ছিল করার শুধু মাস্তানি ছাড়া . 

দিদির প্রেমিক পালাল, দিদিকে নিয়ে

সবিতা তোমাকেও তো অনেকে তখন ইশারা করত কুঃদৃষ্টি দিয়ে।

পাড়ার ছেলেরা ছুঁড়ত কাগুজে বিমান , আর শরীর ছুঁতে চাইত মাস্টার মশাই ,

সবিতা তোমার তো বিয়ে হয়ে ছিল মাধ্যমিকের আগেই ?

বাল্য বিবাহ নিয়ে কেউ প্রশ্ন তোলেনি , ওঠেনি কোনখানে কোন কথা,

এতটুকু মেয়ে স্কুল ছেড়ে গেল তাতে হবেই বা কার  মাথাব্যথা ?

মায়ের শরীর শীর্ণতর , পরিবার ছন্নছাড়া,

সবিতা তুমি বাড়ি ছাড়লে , একবারও কাঁদেনি পাড়া।

মদ্যপ স্বামী , কুচক্রী শাশুড়ি

কোনদিন পণের টাকা , কোনদিন মোটর গাড়ী

তোমাকে হেনস্থার অজুহাত চিরকালই কাঁড়ি কাঁড়ি।

পড়শির চোখে ঠুলি , আত্মীয়েরা তেমনই মৌন,

সবিতা সেদিনও কেউ গলা তোলেনি তোমার জন্য ।

জঠরে মদ ছিল , শরীরে জরা ছিল, মরাটা বাকি ছিল , জানত  সকলেই ,

বিধবা তুমি হলে , সধবা কবে ছিলে ? প্রশ্ন শুধু কেন তোমাকেই ?

পড়শি জেগে গেল , পাড়াতে রব হল , উঁকি ঝুঁকি বাড়ে দরজায়,

বিধবা একাকী মেয়ে, সবাই দেখে চেয়ে চেয়ে , আলাপ জমাতে কে না চায়।

বন্যপ্রাণীদের প্রাদুর্ভাব দরজায় ,

আঁচড়ের দাগ হামেশা দেখা যায় ,

লাল মেঘ দেখে ভয় পেলে তুমি , আবার সিদুর মাখল তোমার কপাল ,

সুখটা পাওনা ছিল অনেকদিনের , দুঃখ নাহয় অপেক্ষায় থাক আপাতত কিছুকাল।

গা ভরা গহনা হল , বাড়ি ঘর সবই হল , ছেলে মেয়ে  সুখের সংসার ,

তোমাকে রানী করে , পরম সোহাগ ভরে , সুখ বুঝি উপচায় আধার ।

হটাতই মৃদু কম্পন সারা হৃদয় জুড়ে, অবশ হাত অবশেষে ছাড়ল তোমায় 

হটাতই যতি সেই সুখে তাই 

তুমি যে বিধবা হলে , কতটা কষ্ট পেলে  দেখতে এলাম আমরা সবাই ।

কোথায়  কান্না , ক্লেশ , কোথায় বা শোকবেশ , চাইলেনা তো কোন আশ্রয়

দেখাব সমবেদনা ,এটুকুই তো পাওনা , সেটুকুও কেড়ে নিলে এসময়

চোখে জল কোথায় , চুলের বিন্যাস অটুট , শরীর এখনও হলনা কেন ভঙ্গুর ?

 অনেকই প্রশ্ন ছিল  , অনেকই আশা ছিল , সবিতা তুমি সত্যিই খুব নিষ্ঠুর ।

সবিতা ভালো আছো ? কি করে ভালো আছো ? আমরা তবে কেন ভালো নেই 

এ কেমন সুখে থাকা, বেঁচে থাকা, ভালো থাকা, অন্যের অনুকম্পা ফিরিয়ে দিয়ে 

সবিতা তোমায় দেখতে এলাম , এসে বড় হতাশ হলাম , ফিরে যাচ্ছি মনকষ্ট নিয়ে ।  

অপেক্ষা


শববাহী গাড়ীটা শম্বুক গতিতে এগুচ্ছিলো।

সঙ্কীর্ণ রাস্তার দুদিকে ক্ষণিকের ব্যস্ততা, আলোর রোশনাই 

আবার লম্বা টানা অন্ধকার , চুপ চাপ মালবাহী লরি গুলো দেওয়ালের গা ঘেঁসে দাঁড়িয়ে।

শব শূন্য গাড়ীটার কোন তাড়া নেই ,

মৃত লোকেদের ভিড় কে পাশ কাটিয়ে বড় সাবলীল গতিতে গাড়ীটা চলছে ।

পাছে ভুল লোক চড়ে বসে তাতে ।

অনেক রাতের যাত্রীরা হাত দেখাচ্ছিল, সে দেখেও দেখেনি .

শেষ বাস মিস করা যাত্রীরা হাত দেখাচ্ছিল সে গতি কমায় নি একটুও

কিছু মাতাল জোর করে চাপতে চাইছিল

একতা হিজড়ে কাচে টোকা দিয়ে পয়সা চাইছিল 

ট্রাফিক পুলিশও তার পাওনা বুঝে নিতে হাত দেখিয়ে ছিল

কোন কিছুকে ভ্রুক্ষেপ না করে সে আপন মনে এগোচ্ছিল।

নিঃশব্দ অহংকারে বড় সহজ ভাবে সে এগোচ্ছিল ।

ঠিক আমার সামনেই সে যাচ্ছিল  

তার চালকের আয়নায় আমার মুখচ্ছবি পরিষ্কার দেখা যাচ্ছে ।

আমার অকারন উত্তেজনা, রাগ, ভ্রুকুটি, স্লথতাকে মেনে না নেওয়ার ক্ষোভ 

কোন কিছুই তার আয়না থেকে বাদ যাচ্ছিলনা।

আমার মুখের প্রতিটা বলিরেখা ও স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল

আমার অস্থিরতা ওই ঠাণ্ডা গাড়ির আয়নায় একটা স্থির প্রতিচ্ছবি ছাড়া কিছুই ছিল না।

ওর তো আদৌ কোন তাড়া ছিলনা ।

শুধু একটা সঠিক জীবন সে খুঁজছিল যার মৃত্যু কে ও বইবে

পরম শ্রদ্ধা নিয়ে সে একটিবারের জন্য সত্যি মৃত কাউকে বইবে 

যে কিনা এতদিন বেঁচে থেকে মারা যাবে এই প্রথম ও শেষ বার।

তাই আরও অপেক্ষাতে সে শম্বুক গতিতে এগুচ্ছিল

ঠিক আমার সামনে , তার কাচের আয়নাতে আমার মুখচ্ছবি স্থির।  

Pandeconomics Series

Pandeconomics-1 29-4-2020

While the whole World in general and the country like India particular are nearing to only certain ultimate soln against this contagion ie herd immunity, don’t you think the whole economic cost being incurred now for the  national pause will be fast converted into sunk cost.

The fact remains that the northern hemisphere can afford it but not the southern one.

 What we   had comparative advantage like younger population and warmer climate could have  used to grow the antibodies inside stratified layers of demography ( somewhere caution somewhere trust) rather than moving towards a wholesale  copybook  solution(read it pretext to solution) borrowed from west of lockdown which apparently has no exit route.

Pandeconomics-2 01-05-2020

Did the corona give lee way to the autocrats ?

The corona contagion  and the unique conundrum  around it gave a very fresh lease  to the power grabber autocrat to suppress the fact(even the infection statistics  or so also  strategy of health care against it) , to reinforce their rule  being bestowed  the supreme power to decide  in such time of national crisis by the law of land where the opposition  gets literally pigeonholed or the  media which are just forced into embedded journalism publishing with Govt directives rather than free press. Lastly they just find their easy surrogate of political overtone under the apparent statesmanship. This type of eventuality just gives the unique chance to the  otherwise paranoid, perplexed  today’s citizen who surely be tomorrow’s electorate  to forget and forgive the other discredit or decadence of their Chief’s  past rule. And this opportunity just have so much leverage getting further extended as the confusion of any forthcoming solution simply lingers. Under the garb of quarantine , lock down , national pause  etc the democracy , the rights and privilege all these  just took the back seat while personal agenda, political undertone (even political vendetta to imprison for breaking the rule) etc prevails as the whole world keep engaged with the battle with invisible and uncertain.

Pandeconomics-3 09-05-2020

The issue of the day is how market will behave after the lockdown whether it gets revoked straight way or staggered way. In one side the sudden lockdown for one and half month just put the producer specially apart from essential goods with huge inventory trap which have been too overbearing to carry on any more so big discount , stock clearance and so also supply surplus is in the waiting. In other way huge slump of economy , overshooting ,unemployment, bottomed out liquidity all will  dent a big hole in purchasing power so complete downward spiral is just breathing on every country’s (so the corporate’s)shoulder. A third angle is that due to national pause there is complete impasse in manufacturing , service and all allied jobs so  there is chance that huge supply problem will be created as any company in such start-stop rhythm(only certain module existing these days of uncertainty) of economy  needs so many months to come to its full productivity. The whole problem of production and also productivity will be hampered due to restricted , regulated supply of labour(some went home , some allowed with fix numbers).And the list of variables(some tested some untested) keep increasing .

So being trapped under such divergent pull how market will behave post lockdown period?

Pandeconomics-4 10-05-2020

In climate issue we see lock down is bliss in disguise . The nature is recharging itself after a long time. 

The bigger picture what we are missing that till the other day every  congregation , covenant , conference on climate kept on coming to an unanimity in thinking , there is no such market mechanism(promote some and proscribe other) like carbon credit or state mechanism (taxing you material which contains ) too proven to itself to be monitored, as in aggregate the waste gas never falls short. Recently all the upcoming nations in the name of developing and underdeveloped just got too reluctant to trade of their growth(rate and real both) with the climate by measures like alternate but costlier energy than coal burnt power etc with its excuse that developed reached its state today by doing just what developing are doing now growth buoyed  on  giga gallon of waste gas. So the argument  kept continuing from Doha to Uruguay to Copenhagen to Paris to Morocco and minds gets changed , measures  not  cared dragging the earth in the spiral of climate  got sucked , celsius got soared  ,  disease  got spread. And somebody’s action is always offset by other’s inaction. 

But the corona virus just leave no space of discontent. It made everyday suffers irrespective of developed , developing , pretentious and pure heart , rich and poor or south and north. All came to standstill , all got its own pause . All are too coiled in uncertainty to burn the  fossil fuel beyond the bare minimum , all stopped ravaging the earth at the name of development .

 And we are in regression mode in civilisation and so also climate.The whole world is getting cooled  and nourished back to its past, refreshed. It is the first time in human civilisation just a microbe , an invisible organism , a worm not any war  brought the burning of fossil fuel  to its lowest level. 

Pandeconomics- 5 16-05-2020

The time was never been more right . Blame it on Covid Crisis, Indian economics toeing the global economical cataclysm  nosedived so much eroding the wealth created for last four decades (assume the USA rise till 80s then   Singapore , South Korea  , China then others ). 

For India in these days (PreCorona and Post reform)along with its economy , democracy got further matured and so also stiff resistance to big ticket reform , like changing labour law, revoking coal nationalisation , merging banking and opening up private participation in all those  sectors which were either losing or  profiting at suboptimal level.In our parliamentary democracy where local leaders’ agendas always triumph over the national interest , every bold step forward got two steps backward , the phenomenon where even majoritarian Govt also could not help. And nobody could escape its ultra protectionist approach to market in the garb of patriotism and nationalism , even not the party which backs this Govt these days.

Corona suddenly upended the situation and presented some rarest of the rare scope to push forward all those reform overdue  for so long and that also at one go. And this time without any any single resistance as sloganeering mind and agitating lips all are kept shut under the confinement of lockdown. In the crisis time only voice gets heard and which is of the supreme leader or the head of the state and nobody else.

So time is ripe to repeal nationalisation act of coal, reform labour laws to induce the agility as well as mobility  and so on.

Yesterday you saw UP and other reformed the labour laws, today GoI pushed for freeing coal market (produce and sell for Pvt) allowing 500 players!  You saw MSMEs are  being geared  up with soft loans and strong support to flourish . Not to forget , Chinese  Corona Conundrum  just trafficked the big multinationals shifting their base towards India And the list  is just getting longer.

So fasten your sit belt  and embrace for New India which may be not same as before  but surely not always poorer in every count be  rest assured.

So many lanes of audiences in Doverlane


The lanes arrangement of Doverlane Music Conference : Every lane speaks a different language. 

The Second lane filled up with the legacy. The old , the finest listener of classical for last few decades , even half century , some witnessing the legends since the first time he or she came to this event of high indulgence of classical music , some  just still live to tell those best stories of the yesteryears while many of their co visitors expired, they all came to be witness the rendezvous of music 2020. The octogenarian came with his grandson, the old mother who last year severely clogged her heart never wanted to miss this chance which might be her last one to witness the classical extravaganza,so came accompanied by her only son. The blind daughter came holding the caring hands of his father as every year.And all three friends also came this year’s show which are their 22nd since their first coming and 10th since their retirement. The young lady who came with the best attire and keep glowing the surrounding came in gorgeous red silk as every year. The man with shoulder bag and thick eyewear just wanted to listen every single bite of the instrument and vocal right from the beginning, so he took his sit in the first row well in advance. 

The first row is with the very Important persons so called VIPs  and reluctant viewers like any other show  where the occupants keep on exhibiting by their very attention disorder problem which simply and stupidly exposes that how accidentally they come in wrong place altogether just to borrow some identity from everything with some class (of which Dover lane is definitely one) attachment more to exhibit and less to enjoy the finest music ever. They are the noise maker by everything doing in the wrong time, while clapping, walking in  and out  of the front rows to much distraction and disgust of everybody ,to the serious audience and to the sincere performer  

The third row just filled up with those very youth who are trying to love the classical most time but find its hard enough to get engage with its grammar. Still they never give up and try their best to understand the rag , tal, lay as dedicated apprentice and enjoy instant enlightenment once touched by the spirituality ,however momentarily it may be. They are the future bearer of the legacy of audiences who are confident to pick up few lessons every year to train their ear with the fine skill to understand different Indian classical music  with its inherent philosophy and physical being (the structure , the status, style of rendering ) 

Fourth and fifth row normally filled up with the aficionados of classical music ,very sharp and very alert , but too obsessed with grammar to let its feel  or pleasure to overwhelm their amygdala full of fastidious , fussy and finicky in nature. They are another group of people who lends the class to this programme(instead of borrowing it like first row’s VIPs, the pseudo fan of classical music). If Doverlane music conference since its inception six decades ago could bear the burnt of so called onslaught of instant gratification by light music or contemporary music  and still commands one of the best congregation of maestros in every classical music form whether instrumental or vocal it was because of these very informed audience amongst whom there are enough experts and skilled singers apart from critiques who are extreme puritan by education and highest cheerleader for the best in this exclusive genre of Indian music. Once entered the hall they just took the position as very professional but purest listener , they simply command the whole show passively but passionately. They are people whom the performers just felt awed with their depth of music sense or taste of elitist musician.  

The next few rows just never allow the fineness of music get overtaken by the focus on grammar or puritanism. Instead of having every bit of knowledge about what’s being played on the podium , they simply stay away from interfering ( with any extra cheering  for good performance and equal jeering for bad one)  or even interjecting while the artist performs . In deep emersion in themselves they just developed their very best acumen to listen and learn again learn and listen the best music in classical. Sometimes just get too immersed to clap or cheer the performer, they look like very highly knowledgeable artist themselves(and so many of them actually are ) who took the music to their heart to play  to themselves but never to the hall to perform for others. They are the music listeners for who Dover Lane just can forgo numbers, sponsors , financiers . They are the gems of audience whom the organisers  just cannot afford to loose at any cost. The cards, and passes are being just tendered to them as an honour , the same honour what the artist feel while coming to perform on the stage called Doverlane Music Conference. 

Rest of the rows of DoverLane are completely heterogeneous and hardly can be  identified them with very straight trait as we always observe for the above front rows. There are  literally n number of people in audience , some are just the first timer who came to see taste the magic of classical music after listening so many times from the neighbour’s daughter (who incidentally a classical apprentice) how mesmerizing the rag Malkosh when played by Sujat Khan in Sitar or  being sang by Aswini Vide in vocal at the dead of the night. Some just came after reading so many reviews every year in the Bengali Desh Patrika how a  rag called Multan if you listen in the mid night will sound like an artisan just finish his art work in the Jamdani saree by weaving a story from the Mahabharata all over the body. Many came who believe listening classical music will fine tune your creativity ,trigger so many art of improvisation, the art or skill  they can lend  it to their other field of work whether its teaching or consulting , running administration or executing big project. Afterall mastering in classical music whether playing Sitar , sarod or rendering bhajan , Thumri all are about how you are  mending your speed and  scale ;swag and submission  while getting into your rendition of any raga  by strategizing , restratagizing  with continuous improvisation where keeping the destination sacrosanct and sacred which is presenting extremely pure , pristine yet fine music. And for me the whole academic as well as organisational management is just a state of such continuous improvisation, innovation and if needed invention of your way of making everything possible in world of crisis, chaos and clumsiness whether it is about resource mobilization or stakeholder motivation. Infact there cannot be found any closer example to describe how an organisation should be run than to observe how a concert being played by different players in complete synchronisation where the individual plays his individual talent being part of a single entity . Where being from difference or diversity in style keeps adding the fineness as well as fullness of the musical journey merged into a single entity they took together .  

And we in the rows behind are just that .To sit and see the whole programme from behind is just as enjoying a bioscope or movie in your study room. In your full comfort sometime too laid down in almost empty cushions in the back benches of the concert , the challenge was always there to get you awake whole night . But thanks the continuous ,I repeat continuous improvisation of the singer , the maestros of music just can make dead man alive . You simply cannot afford to even close your otherwise tired eyes by its natural time cycle of night. Every moment is precious as every twist and turn you are being walked through in the journey which brings up new rendition, so new resonance. It is all about how we can just take everything in our own stride. Sometimes assertive, sometimes submissive, sometimes dozing it sometime dominating it, life is what you believe to be or belies to be. It is never synchronous and so not expected to be also. The challenge is in its asynchronous functioning and so taking those challenge fully frontal. When a percussionist challenges the raga singer , when a flute’s soft melody just trump over baritone beat of pakhawaj , when two violin gets crush amongst each other , when a vocal simply creates a new rendition of old raga , innovation , creativity , imagination all just go full throttle. Spirituality, divineness suddenly descends on the earth. You will find your lost path , he will find out that life is much more voluminous than he would have thought , she will touch the cord of eternality. Its deep immersion inside the world of heavenliness ,truthfulness, self consciousness . It is about to searching you inside yourself, extracting the life out of living .

ফৈজ আহমেদ ফৈজের প্রতি আগাহা শাহিদ আলী (অনুবাদ পার্থ মিশ্র)

তুমি  যখন এই কবিতা লিখছিলে তখনো সাব্রা সাতিলার নৃশংসতার দুবছর বাকি ছিল ,

বেইরুটের উদ্বাস্তু  ক্যাম্পে  খোলা আকাশ তখন ভাগ করে নিয়েছে ইসরায়েলি বিমান আর খবরের কাগজওালারা,

তুমি মূক সাক্ষী ছিলে সেই পাথর  ছোঁড়ার ,

তোমার শহর  থেকে অনেক দূরে ,

পাকিস্তানের উদ্যত  কৃপাণ থেকে অনেক দূরে,

নিজের হাত ও কলম দুটোকেই কোনমতে বাঁচিয়ে ।

অথচ এই উপমহাদেশ তোমাকে ছাড়তে চায়নি কোনদিনও,

গালিবের কবিতা , মৃত কবিদের  সান্ধ্যগীত ,

সব সময় তোমার আশেপাশে থেকেছে সেই নির্বাসনে।

১৮৫৭ সালের যে ঝোড় হাওয়া দিল্লির  কোন এক সকালকে শেষ রাতের ঘুম থেকে টেনে তুলেছিল সারিসারি সিপাহীর ঝুলন্ত মৃতদেহ  দেখাবে বলে,

যখন গালিবের সাথে তোমার  কথোপকথন আরও সোচ্চার হচ্ছিল ,

যখন একে একে বিষণ্ণ কবিরা তুনিশিয়া , বেইরুট, লন্ডন বা মস্কোতে

আড়ালে আবডালে নিরব শোক করছিলো

তোমার কবিতা তখন আরও বেশি বাঙময় ।

এক ভঙ্গুর সময় কে , এক বিষণ্ণ সময়কে ধরে রাখা তোমার শব্দগুলো,

তখন চোখ বেয়ে ঝরে পড়া রক্তের স্রোতের সাথে ছড়িয়ে পড়ছিল ওই সব শাপগ্রস্ত আর যুদ্ধ বিদ্ধস্ত শহরের অলি গলিতে।

সেই ছোট বেলা থেকেই বাবা তোমার কবিতাকে চেনাতে চেয়েছে বারবার,

আমরা চিনতে চাইনি।

তোমার কবিতা বন্ধু , নারী ,নাকি  নিষ্ঠুর   প্রেমিক  নাকি  ঈশ্বর , তাতে সেই ছোট্ট শাহিদের কিই বা   যেত আসত।

যতই তোমার কবিতার ঠোঁট রাঙ্গিয়েছ , রুপোলি হাত দিয়েছ,

বিষণ্ণ প্রেমিদের দিয়ে তার জন্যে রাত জাগিয়েছো ,

তবু আমরা তখনো তোমার কবিতা , তোমার বিপ্লবকে কোন দিন চাক্ষুষ করলাম কই ?

আর সত্যি যেদিন তাকে প্রথম দেখলাম ,

ততক্ষনে তোমার ভাষাটাই চলে গেছে , গানের আর সুরের দখলে।

বেগম আখতার বুনে চলেছেন তার রাগ ও সুরে তোমার শব্দ গুলো নিয়ে এক আশ্চর্য মায়াজাল,

আর সেখানে তারা যেন আরও,বেশি ধারাল, আরও বেশি উদ্যত হয়ে উঠেছে

ভালোবাসার আর কারাগারের কথা একই সাথে বলবে বলে।

সেই আমার প্রথম হাতের এতদিনের শৈশবের মুঠো খোলা , আর হস্তরেখায় শুধু ই রাত্রির হিজিবিজি লেখা দেখা।

তারপর…

তারপর যখন তোমার সম্মতি পেলাম তোমাকে আমার মত করে পড়ব বলে,

যখন প্রস্তর ফলকের দিকে  চাইলাম , তোমাকে পড়ব বলে ,

কারাগারের গুমোট দেয়ালে ,

টুকরো টুকরো খামে ,

যখন আমি তোমার কবিতাকে হন্যে হয়ে খুজে বেড়াচ্ছি ,

তুমি তখনো ছিলে আমদেরই রক্তের  মধ্যে , উষ্ণ , বহমান আর ঘোর রক্তিম,

আমারি  শরীরে তারা ছিল অন্তরীন ,আমার স্বেচ্ছা নির্বাসনে আমারই মত আরেক কয়েদী হয়ে।

তখনই , ঠিক তখনই তোমার মৃত্যু সংবাদ এল সেই উপ মাহাদেশ থেকে।

তখন সেখানে তোমার ভাষায় আর কেউ কথা বলত না।

যেখান থেকে ঠিক কুড়ি দিন আগে তুমি জানিয়েছিলে

বেইরুট থেকে বিতাড়িত হওয়ার পর তোমার তো ঠিকানা শুধু কবিতায় ,শব্দে আর স্বগতোক্তিতে।

বন্ধ দরজার পেছনে সব মোমবাতি গুলো তুমি নিবিয়ে দিলে ,

একেক করে সব সুরাপাত্র গুলো ভেঙ্গে ফেললে ,

 যদিও তুমি জানতে কেউ ফিরে আসবেনা , কেউ ফিরে আসেনা কখনো, তবু  ফঈজ

তুমি তো তখনো অপেক্ষায় ছিলে,

সেই ঈশ্বর , নারী, আর বন্ধুটির জন্যে

যার নাম দিয়েছিলে তুমি বিপ্লব নাকি  অভ্যুথান ।

আর আমি শুনতে পাচ্ছিলাম

তোমার অপেক্ষার মধ্যে কড়া নাড়ছিল

সেই সব কস্তূরী গন্ধের আশাগুলো , কিছু বিক্ষুব্ধ মুখশের আড়ালে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com